কিশোরগঞ্জে টিসিবির চাল, তেলসহ আটক ১


News Defalt/tcb-bg-20241126220834.jpg

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর ইউনিয়নের মানিকখালী বাজার থেকে টিসিবির ৩৬ বস্তা চাল ও ২৯৬টি সয়াবিন তেলের বোতলসহ হিমেল নামের একজনকে আটক করা হয়েছে।

Your Image

সোমবার (২৫ নভেম্বর) রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে তাকে গ্রেফতার দেখিয়ে কিশোরগঞ্জ আদালতে পাঠায় পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চান্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারের হিমেল নামের এক ব্যক্তির গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাল ও দুই লিটারের ২৯৭ বোতল তেলসহ তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হিমেল জানান, টিসিবির সেবাগ্রহীতাদের কাছ থেকে এসব পণ্য ক্রয় করেছেন তিনি।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, এ ঘটনায় উপজেলা খ্যদ্য কর্মকর্তা রুবাইদুল রানা বাদী হয়ে থানায় মামলা করেছেন। গ্রেফতার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঈদুল ইসলাম জানান, টিসিবির কার্ড পরিবেশকসহ আরও অন্য কেউ জড়িত আছেন কি না, তদন্তের মাধ্যমে তা বের করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×