সদরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ


News Defalt/sodr pur.webp

ফরিদপুরের সদরপুরে ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেছে উপজেলা উলামা পরিষদ ও সংগ্রামী মুসলিম জনতা। 

Your Image

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে শহরের সদরপুর এতিমখানা মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের নেতা-কর্মীরা। 

পরে পুরাতন সিনেমা হল মাঠে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন সদরপুর উপজেলা উলামা পরিষদ শাখার নেতাকর্মী, স্থানীয় জনগন ও আলেম সমাজের প্রতিনিধিরা।

সমাবেশে সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা সাদিকুর রহমান, মুফতি জাকির হুসাইন ফরিদী, মুফতি মাওলানা রেজাউল করিম প্রমুখ বক্তৃতা দেন।

সমাবেশে বক্তারা বলেন, দেশের পরাজিত শক্তি সনাতন ধর্মাবলম্বীদের একটি অংশকে ব্যবহার করে বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এর অংশ হিসেবে দেশকে অস্থিতিশীল করার অপতৎপরতা চালাচ্ছে ইসকন। গত মঙ্গলবার চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে যেভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে, তাকে গৃহযুদ্ধ বাঁধানোর অপপ্রয়াস ছাড়া আর কী বলা যেতে পারে? তাই ইসকনকে নিষিদ্ধের দাবি এবং চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবি জানান বক্তারা।

একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী ও তাদের প্রভুদের পাতানো সাম্প্রদায়িক উসকানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান সদরপুর উপজেলা উলামা পরিষদের নেতাকর্মী ও সংগ্রামী মুসলিম জনতা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×