ময়মনসিংহে চুরি হওয়া টিসিবির ডাল উদ্ধার


News Defalt/issssaaaaaa.webp

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে চুরি হওয়া টিসিবির ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল উদ্ধার করেছে পুলিশ।

Your Image

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গ্রাম পুলিশের খবরের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা ক্ষেত থেকে ওই ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

উল্লেখ্য, টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো চুরি হয়। বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকজনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধারে অভিযান চালায়। পরে শুক্রবার সকালে তা উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×