টঙ্গীতে ‘জোড়’ ইজতেমায় এক মুসল্লির মৃত্যু
- গাজীপুর প্রতিনিধি
- প্রকাশঃ ১২:৫৭ পিএম, ৩০ নভেম্বর ২০২৪
গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে পাঁচ দিনের ‘জোড়’ ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লি মারা গেছেন।
শনিবার (৩০ নভেম্বর) প্রথম পর্বের আয়োজক শুরায়ী নেজাম, তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল শুক্রবার বাদ আসর আব্দুল হাকিম আকন্দ (৭২) নামের এক মুসল্লির মৃত্যু হয়। তিনি ফরিদপুরের নগরকান্দা থানার দুলালী গ্রামের আবদুল হামিদ মাতাব্বরের ছেলে। ইজতেমা ময়দানে জানাজা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।