শকুনের নজর এখনও যায়নি: সারজিস আলম


News Defalt/sarjisss.jpg

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, শকুনের নজর এখনও যায়নি, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে। অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ করার পাঁয়তারা চলছে, তাই সবাইকে সজাগ থাকতে হবে। 

Your Image

 শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  

সারজিস বলেন, যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, গুলি করার ভিডিও ফুটেজ, ছবি আছে। তাদেরকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না। এটা কোনোভাবেই কাম্য নয়।

তিনি বলেন, বেঁচে থাকলে শহিদ পরিবারের কোনো সদস্যের গায়ে আঁচড় লাগতে দিবো না।

এদিন ময়মনসিংহ বিভাগের শহিদদের মধ্যে ৫৫ শহিদ পরিবারের কাছে ৫ লাখ টাকা করে চেক প্রদান করেন শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×