আখেরি মোনাজাতে শেষ হল চরমোনাই মহফিল


30 November/Chormonai mahfil.jpg

বরিশার সদর উপজেলার চরমোনাই পীরের দরবার শরীফে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনের মাহফিল শেষ হয়েছে। 

Your Image

শনিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে আটটায় শুরু হয়ে ২০ মিনিটের মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মোনাজাতে তিনি ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং পুরো মুসলিম উম্মার শান্তি কামনা করেন। মুসলিম নিধনকারী দখলদার ইসরাইলের ধ্বংস কামনা করা হয় মোনাজাতে। কয়েক লাখ মুসল্লি মোনাজাতে অংশ নেন বলে জানা গেছে।

মোনাজাতের আগে শেষ বয়ানে রেজাউল করীম বলেন, ‘মানুষ আজ আল্লাহকে ভুলে নাফরমানি করছে। যার অন্তরে আল্লাহর ভয় নেই, ওই মানুষের কোন মূল্য নেই।’ 

এ পীর আরো বলেন, ‘নিজেকে ছোট মনে করতে হবে। আমিত্ব ভাব, হিংসা বিদ্বেষ পরিত্যাগ করতে হবে। সকাল-সন্ধ্যা জিকিরের মাধ্যমে ক্বলব পরিশুদ্ধ করতে হবে। পরিবারের সবাইকে দ্বীন শিক্ষা ও পর্দা জারি করতে হবে। সাপ্তাহিক হালকায়ে জিকির ও তালীমে নিয়মিত অংশ নিতে হবে। ছহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে হবে।’

বুধবার (২৭ নভেম্বর) জোহরের নামাজ শেষে রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে তিন দিনের মাহফিল শুরু হয়।

আয়োজকরা জানান, এবারের মাহফিলে দুইজন মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন, খুলনার মো. আলতাফ হোসেন (৬৫) ও ঢাকার রায়েরবাগ এলাকার রফিকুল ইসলাম (৬৩)।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×