চট্টগ্রামের পাথরঘাটা ও পটিয়ায় মন্দিরে হামলা-ভাঙচুর


November 25/Attack on Temple.jpg

চট্টগ্রামে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সিটির পাথরঘাটা ও বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে পটিয়া উপজেলায় এই হামলার ঘটনা ঘটে।

Your Image

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ নভেম্বর) দুপুর দুইটার দিকে সিটির কোতোয়ালি মোড় হয়ে একটি মিছিল পাথরঘাটার দিকে যায়। এক পর্যায়ে মিছিল থেকে কিছু ব্যক্তি হরেশ্চন্দ্র মুন্সেফ লেনের শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এরপর নিচতলার শনি মন্দিরের কাচ ভাঙচুরের পাশাপাশি পাথর ছুড়তে থাকে তারা। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শান্তন্বেশ্বরী মাতৃমন্দির পরিচালনা কমিটির স্থায়ী সদস্য তপন দাস সংবাদ মাধ্যমকে বলেন, ‘এ সময় মন্দিরের আশপাশের কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়।’

ঘটনাস্থলে থাকা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বলেন, ‘শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে মিছিল থেকে কিছু লোক পাথরঘাটায় ঢুকে পড়ে। তারা হরেশ্চন্দ্র মুন্সেফ লেনের মন্দির লক্ষ্য করে পাথর নিক্ষেপ ও ভাঙচুরের চেষ্টা করে। আমরা সংখ্যায় কম ছিলাম। পেছন পেছন এসে ঠেকানোর চেষ্টা করি। পরে পুলিশ ও সেনাবাহিনীর আরও সদস্য এলে তারা চলে যায়।’

এ দিকে, পটিয়া উপজেলার ছনহরা এলাকায় বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম ইসকন মন্দিরে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে দুর্বৃত্তরা ভাঙচুর চালায়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুন নূর বলেন, ‘কে বা কারা মন্দিরের ফটকের তালা ভেঙেছে। এ সময় সিসি ক্যামেরার লাইন কাটা ছিল।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×