ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল


News Defalt/,mmhre.jpg

নেত্রকোণার মদন উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেখারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে কয়েকশো বিক্ষুব্ধ জনতা উপজেলা সদরে বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে।

Your Image

মিছিলটি বিএনপির দলীয় কার্যালয় থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলে উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদেরও অংশ নেন।

এ সময় বক্তারা স্থানীয় সেবা প্রার্থীদের সাথে অসদাচারণ, ডিলার নিয়োগে অনিয়ম, জলমহাল নিয়ে দুর্নীতিসহ নানা অভিযোগ তোলেন ভারপ্রাপ্ত ইউএনও’র বিরুদ্ধে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×