গোপালগঞ্জে দুই বাসের সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত দশ


30 November/Bus accident Gopal.jpg

গোপালগঞ্জে সদরে দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দশজন। 

Your Image

সোমবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপীনাথপুর গ্রামের ফেলু কাজীর ছেলে মা এন্টারপ্রাইজের লোকাল বাসের মালিক ইলিয়াস কাজী (৫৫) ও যশোরের মনিরামপুর এলাকার বাসিন্দা মাসুম মিয়া (৪৫)।

স্থানীয়রা জানান, গোপালগঞ্জ থেকে কাশিয়ানীর ব্যাসপুরগামী মা এন্টারপ্রাইজের একটি লোকাল বাসে গোপীনাথপুর শরীফপাড়া বাসস্ট্যান্ডে দাঁড়ানো অবস্থায় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। ফলে, বাসটির সামনে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানে ধাক্কা লেগে রাস্তার খাদে পড়ে যায়।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রোমান মোল্যা বলেন, ‘এ দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের কাজ চলছে ও ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×