গোপালগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল


News Defalt/gpakalkahaaj.webp

ভারতের আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

Your Image

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টার দিকে শহরের চৌরঙ্গী থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।


পরে সেখানে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা বিএনপির সদস্য ডা. কেএম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম তৌফিক, জিয়াউল কবির বিপ্লব, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহীদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবীর দাঁড়া, পৌর বিএনপির সভাপতি হাসিবুর রহমান হাসিব, জেলা যু্বদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েস বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ৫ আগস্টের পর থেকে ভারত বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। আগারতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না রেখে মিডিয়ার মাধ্যমে উগ্রবাদ ছাড়াছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×