মাদকসহ এক বিএনপি নেতা আটক


News Defalt/arrest2-20241204113218.jpg

সিরাজগঞ্জ পৌর শহরের মাহমুদপুর এলাকা থেকে বাবু শেখ নামে এক বিএনপি নেতাকে হেরোইনসহ আটক করেছে যৌথবাহিনী। 

Your Image

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শহরের মাসুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। এসময় তার সঙ্গে থাকা মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও নগদ আট হাজার ৮৫০ টাকাও জব্দ করা হয়। 

আটককৃত বাবু শেখ সিরাজগঞ্জ পৌর শহরের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও মাহমুদপুর মহল্লার দানিজ শেখের ছেলে। 

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কে এম মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সহযোগিতায় সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে ৩২ গ্রাম হেরোইনসহ আটক করেছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা চলমান। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×