কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি


News Defalt/rallly.jpg

ঐক্যবদ্ধ বাংলাদেশ ছড়াবে না বিদ্বেষ’- এই শিরোনামে কুমিল্লায় ধর্মীয় সম্প্রীতি র‍্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকায় র‍্যালিতে অংশ নেন মুসলিম, হিন্দু, বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ। কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে র‍্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার থেকে-জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত প্রদক্ষিণ করে। 

Your Image

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ, কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের, বিজয়পুর কেন্দ্রীয় মন্দিরের সেবায়েত হরিভূষণ পাল, মুফতি মো. শহিদুল্লাহ, সনাতনী ধর্মাবলম্বী নিহার দত্ত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা যুগ্ম আহ্বায়ক মো. আল আমিন, সদর দক্ষিণ থানার সদস্য শরিফুল ইসলাম রাকিবসহ অন্যান্যরা। 

র‍্যালিতে অংশ নেওয়া কোটবাড়ি নব শালবন বিহারের অধ্যক্ষ শীল ভদ্র মহাথের বলেন, ‘আমরা তো কোনো অশান্তিতে নেই। সব কিছুই সাধারণভাবেই আছে, চলছে।’

সনাতনী ধর্মাবলম্বী নিহার দত্ত বলেন, ‘আমাদের বাবা-দাদা-চাচারা যেভাবে মিলেমিশে এদেশে এক সাথে ছিলেন, আমরাও সেভাবেই থাকতে চাই। আমাদের সনাতনীদের তো এখানে কোনো ঝামেলা বা সমস্যা দেখছি না। আমাকে যদিও আমার কোনো বন্ধুর নাম বলতে বলে সবার আগে মুসলমান বন্ধুর নামটাই আসে।  তাই আমরা আগামীতেও ঐক্যবদ্ধ হয়েই থাকব, তারা আমাদের কি চাইল সেটা পরে দেখার বিষয়।’ 

এসময় মুফতি মো. শহিদুল্লাহ বলেন, ‘আমরা ধর্মীয়ভাবে ঐক্যবদ্ধ আছি। কিন্তু আগরতলায় যেভাবে আমাদের পতাকার অবমাননা করা হলো, আমরা সবাই এর তীব্র নিন্দা জানাই।’

র‍্যালি শেষে কুমিল্লা সদর দক্ষিণ থানা প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে কুমিল্লা জেলা পুলিশ। সভাপতিত্ব করেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল প্রধান এ কে এম ইমরানুল হক মারুফ বলেন, ‘কুমিল্লায় ধর্মীয় শান্তি ও সম্প্রীতি বজায় রয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, আশা করছি সামনেও ঘটবে না। কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করলে পুলিশ সবসময় শান্তিপ্রিয় সাধারণ মানুষের পাশেই থাকবে।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×