বাংলাদেশ-ভারত সীমান্তে চার শুল্ক স্টেশনে বিক্ষোভ, আমদানি-রফতানি বন্ধ


30 November/Jockeygonj Sylhet.jpg

বাংলাদেশ-ভারতের চারটি শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বন্ধ হয়ে যাওয়া শুল্ক স্টেশনগুলো হচ্ছে সিলেটের জকিগঞ্জ ও শেওলা এবং মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি।

Your Image

এর মধ্যে গেল সোমবার (২ ডিসেম্বর) থেকে বন্ধ আছে জকিগঞ্জ ও শেওলা স্টেশনের কার্যক্রম। এর আগে গেল ২৭ নভেম্বর থেকে চাতলাপুর ও ২৮ নভেম্বর থেকে বটুলি স্থল শুল্ক স্টেশনে আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

হিন্দু নির্যাতনের অভিযোগ তুলে শেওলা শুল্ক স্টেশনের ওপারে ভারতের সুতারকান্দিতে গত রোববার (১ ডিসেম্বর) এক দল বিক্ষোভকারী ‘বাংলাদেশ চলো’ কর্মসূচি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালান।

তবে, সেখানকার পুলিশ এবং বিএসএফের বাধায় তারা ফিরে যান। এ সময় ওই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা।

সোমবার (২ ডিসেম্বর) থেকে কোন পণ্য শুল্ক স্টেশন দিয়ে আসেনি। 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয় জানিয়েছে, জকিগঞ্জ দিয়ে কেবল পণ্য আমদানি করা হয়, রফতানি হয় না।

তবে, বিয়ানীবাজারের শেওলা, বটুলি ও চাতলাপুর শুল্ক স্টেশন দিয়ে আমদানি-রফতানি দুইটিই হয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×