ছাত্রলীগ নেতার মাকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা
- পঞ্চগড় প্রতিনিধি
- প্রকাশঃ ১১:১৩ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৪
পঞ্চগড়ের বোদা উপজেলায় নামাজরত অবস্থায় অরিনা বেগম (৪৫) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাড়ে রাত ১০টায় উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। নিহত অরিনা ওই এলাকার আবুল কালামের স্ত্রী।
জানা যায়, নিহত অরিনার বড় ছেলে চাকরি সুবাদে ঢাকায় থাকেন। তার আরেক ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন সভাপতি। রাজনৈতিক কারণে তিনি পলাতক রয়েছেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজের ঘরে এশার নামাজ আদায় করছিলেন অরিনা বেগম। ওই সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে। এতে মাটিতেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অরিনা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন বলেন, ঘটনার পরে ওই এলাকায় গিয়েছিলাম। সুরতহালে নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় একাধিক আঘাত করা হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তে পাঠিয়েছি। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।