রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫ জন ঢামেকে


News Defalt/dmkkkkkkk.jpg

নরসিংদীর রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ গুলিবিদ্ধ ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

Your Image

শনিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার মেথিকান্দা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় গুলিবিদ্ধদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধরা হলেন মো. রাসেল (২২), মো. বাদল (৬০), মো. মারুফ হোসেন (১৫), মো. আমির হোসেন (২৫) ও সুফিয়া বেগম (৪০)।

গুলিবিদ্ধ এই ৫ জনকে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে এসেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ভোরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়। এতে আমার ভাই, ভাবি, ভাতিজাসহ পাঁচ জন গুলিবিদ্ধ হন। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

আনোয়ার হোসেন আরও বলেন, আহতদের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আমার চাচাতো ভাই আমির হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক হোসেন বলেন, সকালে নরসিংদী থেকে নারীসহ পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×