চট্টগ্রামে ৬৯ লাখ টাকার স্বর্ণসহ অভিনেত্রী আটক


30 November/Anamika.jpg
অনামিকা জুথী

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথীসহ দুই যাত্রীর কাছ থেকে ৭৩৩ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও শুল্ক গোয়েন্দা বিভাগ। এর বাজার মূল্য প্রায় ৬৯ লাখ টাকা।

Your Image

শনিবার (৭ জানুয়ারি) সকালে দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফেরত ফ্লাইট (বিজি-১৪৮) থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ঢাকার মিরপুরের নাট্যাভিনেত্রী অনামিকা জুথী ও চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার মোহাম্মদ রায়হান ইকবাল।

ব্যাপারটি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, ‘শনিবার (৭ জানুয়ারি) সকাল নয়টা ৫০ মিনিটে গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর পরিচালকের নির্দেশনায় এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম ও শুল্ক গোয়েন্দা যৌথভাবে ওই বিমানের ভেতরে ঢুকে দুই যাত্রীকে তল্লাশি করে। অনামিকা জুথী দুই হাতে চুড়িগুলো স্কচটেপ দিয়ে আটকে ও চেইনগুলো তাদের গলায় কৌশলে লুকিয়ে বহন করছিলেন।’

তিনি জানান, স্বর্ণালংকারগুলো তারা তাদের হাতব্যাগে বহন করছিলেন। তারা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের দুবাই-চট্টগ্রাম-ঢাকা দুবাই থেকে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

তবে, ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী হওয়ায় অ্যাভিয়েশন রুল অনুযায়ী তাদের একই বিমানে ঢাকা পাঠিয়ে এনএসআই ও শুল্ক গোয়েন্দারা  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টিমের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মূল্য ৬৮ লাখ ৯৬ হাজার ৪৬২ টাকা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×