বোয়ালখালীতে আল ইসতিয়াব কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ সম্পন্ন


30 November/Al Istiab.jpg

আহলা দরবার শরীফের আছাদিয়া নূরীয়া মঞ্জিল ও আঞ্জুমানে আশেকানে আছাদিয়া নূরীয়া কেন্দ্রীয় পরিষদের ঘোষিত সাত দিনের কর্মসূচীর দ্বিতীয় দিনে ‘আল-ইসতিয়াব’ কুইজ প্রতিযোগীতার পুরষ্কার বিতরণী ও দুঃস্থ-মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পিসি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে শুক্রবার (৬ ডিসেম্বর) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Your Image

গবেষণা ও প্রকাশনা সংস্থা আছাদিয়া নূরীয়া একাডেমী এ প্রতিযোগিতার আয়োজন করে।

আল-ইসতিয়াব কুইজ ও বৃত্তি পরিচালনা পরিষদ বোয়ালখালী জোনের সভাপতি মো. কফিলউদ্দিনের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি ছিলেন দশ নম্বর আহলা কড়লডেঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান ও বোয়ালখালী উপজেলা বিএনপির সদস্য সচিব হামিদুল হক মান্নান।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘যুগে যুগে আউলিয়া কেরামের দরবারই মানবতা ও জ্ঞান চর্চার উজ্জল দৃষ্টান্ত হিসেবে সকলের নিকট উদাহরণ দাঁড় করিয়েছে এবং আগামীতেও করাবে, আজকের আয়োজন আরো দৃঢ় করেছে।’

আঞ্জুমানে আশেকানে আছাদিয়া নূরীয়ার সাধারণ সম্পাদক রাহেদ চৌধুরীর সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবু মঈন মো. নুরুদ্দীন মাঈনু, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর মোর্শেদ খান জনি, আছাদিয়া নূরীয়া যুব পরিষদের সভাপতি ওহিদুল ইসলাম, রাজনীতিবিদ এমডি ইকবাল, সমাজসেবক মো. আবু সিদ্দীক, আব্দুস ছাত্তার, সমাজসেবক আবুল বাশার চৌধুরী,  ছাত্রনেতা মহিদুল আলম জিকো।

আয়োজনে বোয়ালখালী উপজেলার ২০টি  শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থীর মাঝে ‘আল-ইসতিয়াব’ কুইজ প্রতিযোগীতার পুরষ্কার ও দুঃস্থ-মেধাবীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিযোগীতায় প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেয়।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×