মৌলভীবাজারে যুবলীগের নেতার বাড়িতে অগ্নিকাণ্ড, মা ও চাচীর মৃত্যু


December 2024/Fire Moulovi.jpg

মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগের নেতা শেখ রুমেল আহমদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে থাকা তার মা ও চাচি শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের রুমেলের নিজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মৃতরা হলেন শেখ রুমেল আহমদের মা মেহেরুন্নেসা ও চাচি ফুলেছা বেগম কটি। 

বাড়ির লোকজনের ধারণা, ঝাড়বাতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা যীশু তালুকদার জানান, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখা গেছে, বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েছেন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুনে ডুপ্লেক্স ঘরটির সবকটি রুম পুড়ে গেছে। সেই সঙ্গে ঘরের মূল্যবান জিনিসপত্র সব ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্বজন ও প্রতিবেশীরা জানান, শেখ রুমেল আহমেদর ঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে তাৎক্ষণিকভাবে পাড়াপ্রতিবেশীরা এগিয়ে আসেন।

প্রহরী আরজান মিয়া জানান, আগুনের ধোঁয়ায় পুরোবাড়ি ঘর আচ্ছন্ন হয়ে যায়। সবার চিৎকারে লোকজন এগিয়ে আসেন। প্রতিবেশীরা ধোঁয়ার কারণে ঘরে দরজা জানালা দেখতে পায়নি। এক সময় তারা ঘরের দরজা ভেঙে ঢুকে মেহেরুননেছা ও চাচি ফুলেছা বেগম কটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় জানান, তাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত আছে, তারা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছেন। তদন্তের পর পুরো ঘটনা জানা যাবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×