চট্টগ্রামে দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত


December 2024/Inter Corruption.jpg

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য নিয়ে নতুন আঙ্গিকে এ বছর পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করা হয়েছে চট্টগ্রামে।

Your Image

দিবসটি উদযাপন উপলক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চট্টগ্রামের আয়োজনে সোমবার (৯ ডিসেম্বর) সিটির জেলা শিল্পকলা একাডেমির প্রাঙ্গণে মানববন্ধন ও মিলনায়তনে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন। দুদক চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মোহা. আবুল হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার হুমায়ুন কবির, জেলার অতিরিক্ত ডিআইজি সঞ্জয় সরকার, জেলার পুলিশ সুপার রায়হান উদ্দিন খান, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।

চট্টগ্রামের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃকিত সংগঠনের নেতৃবৃন্দ, মহানগর দুর্নীতি  ব্যানার ফেস্টুন সহকারে মানব বন্ধনে অংশ নেন। 

সভায় প্রধান অতিথির বক্তৃতায় মো. জিয়াউদ্দীন বলেন, ‘বৈষম্যবিরোধী নতুন বাংলাদেশ নির্মাণে অর্থনৈতিক বৈষম্যকে দূর করতে হবে। সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠার পাশাপাশি জনগণকে ক্ষমতায়ন করতে হবে। ফলে, প্রশাসনিক কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধি পাবে।’

তিনি আরো বলেন, ‘আমাদের সমাজে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক দুইভাবে দুর্নীতি হয়ে থাকে। বহু অফিসার আছে, যারা দুর্নীতিতে যুক্ত নয় কিন্তু প্রতিষ্ঠান দুর্নীতি করে বিধায় এটার সাথে যুক্ত সবাই দুর্নীতির আওতায় চলে আসে। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মূল প্রত্যাশা একটি স্বচ্ছ, জবাদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ। এ নতুন বাংলাদেশ বিনির্মাণে ও দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে অঙ্গীকারবদ্ধ হতে হবে।’

মোহা. আবুল হোসেনের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন, দুদক চট্টগ্রামের উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত সভায় বক্তব্য দেন।


-----------------
প্রান্ত/সাইফুল/বাবুল, ১৪.৩০ টা ঘন্টা, ২০২৪।।

 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×