স্ত্রীকে খুন করে পালালেন গ্রামে, ধরে আনল পুলিশ
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:০৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম সিটির পতেঙ্গা থানা এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগে মো. নাছির (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে আনোয়ারা উপজেলার গুণদ্বীপ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গেল ৭ ডিসেম্বর দিবাগত রাতে বিজয়নগর কাঁচাবাজার মোড় এলাকার একটি ভাড়া বাসা থেকে নাছিমা আক্তার (৪৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ ভুক্তভোগীর স্বামী নাছিরকেই হত্যাকাণ্ডে জড়িত বলে শনাক্ত করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কাজী তারেক আজিজ বলেন, ‘পারিবারিক কলহের জেরে গেল২ ডিসেম্বর দিবাগত রাতে স্ত্রীকে খুন করে নাছির। এরপর বাসাটিতে তালা লাগিয়ে গ্রামের বাড়ি আনোয়ারায় পালিয়ে যান তিনি। এ দিকে, কয়েক দিন পর মৃতদেহটি গলে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে অর্ধগলিত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে।’
তিনি আরো বলেন, ‘খুনের ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়েছে। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে নাছিরকে আদালতে পাঠানো হয়েছে।