কারাগারে আ’লীগ নেতার মৃত্যু


News Defalt/karagar eho.jpg

সিরাজগঞ্জ জেলা কারাগারে শ্বাসকষ্টজনিত রোগে আতাউর রহমান আঙ্গুর নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তিনি সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দত্তবাড়ি মহল্লার বাসিন্দা ছিলেন।

Your Image

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে কারাগার থেকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারাগারের জেলার আবু নূর মো. রেজা এ তথ্য নিশ্চিত করে জানান, আতাউর রহমান আঙ্গুর রাজনৈতিক একটি মামলায় গ্রেফতার হয়ে গত ১ নভেম্বর কারাগারে আসেন। তিনি দীর্ঘদিন যাবত শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। কিন্তু আজ ভোরে হঠাৎ করে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। 

এরপর দ্রুত ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×