সুনামগঞ্জ জেলা আ. লীগের সহসভাপতি গ্রেফতার


News Defalt/sunamgong_20241210_131124127.jpg

সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে গ্রেফতার করেছে পুলিশ।

Your Image

সোমবার (৯ ডিসেম্বর) রাত ১টা থেকে ২টার মধ্যে রাজধানী ঢাকার খিলগাঁওয়ের বাসা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে শামীমের পারিবারিক সূত্রে জানা গেছে।
 
সুনামগঞ্জ শহরে ছাত্র জনতার শান্তিপূর্ণ আন্দোলনকালে (গেল চার আগস্ট) আওয়ামী লীগ ও পুলিশের হামলার ঘটনায় গেল চার সেপ্টেম্বর ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা হয়েছিল। ওই মামলার আসামি রেজাউল করিম শামীম। এছাড়া তার নিজের উপজেলা জামালগঞ্জেও আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় গেল ২৬ আগস্ট নয়াহালট গ্রামের শহীদুল ইসলাম বাদী হয়ে ১৬ জনের নামোল্লেখ করে ৬৬ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন। এই মামলার প্রধান আসামি রেজাউল করিম শামীম। পুলিশ এই মামলায় কয়েকদিন হয় ২৪ জনকে আসামি করে চার্জশীট প্রদান করেছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×