সাবেক সাংসদ ফজলে করিম আরো তিন মামলায় গ্রেফতার


December 2024/Fazle Karim.jpg
এবিএম ফজলে করিম চৌধুরী

চট্টগ্রাম জেলার রাউজানের সাবেক সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে হত্যাচেষ্টা, নাশকতা ও ভাংচুরের অভিযোগে করা আরো তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

Your Image

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শুনানি শেষে এ আদেশ দেন চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম কাজী শহীদুল ইসলাম।

চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আদালতে রাউজান থানার তিনটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়।’

‘এছাড়া আরেকটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হলেও নথি অন্য আদালতে থাকায় সেই আবেদনের শুনানি হয়নি।’

এর আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে পুলিশ পাহারায় ফজলে করিম চৌধুরীকে আদালতে হাজির করা হয়।

গেল ১১ নভেম্বর রাউজান থানার একটি অস্ত্র মামলায় ফজলে করিমকে তিন দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ। তার আগে ১৭ অক্টোবর ফজলে করিম চৌধুরীকে তিনটি মামলায় আট দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। এছাড়া, মুনিরীয়া যুব তবলীগ কমিটির করা একটি ভাংচুরের মামলায় তাকে দুই দিনের রিমান্ডে পেয়েছিল পুলিশ।

গেল ১২ সেপ্টেম্বর সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা থেকে ফজলে করিম চৌধুরীকে আটকের কথা জানায় বিজিবি। সেদিন বিজিবি জানায় ‘অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার’ সময় তাকে আটক করা হয়।

আটকের পর ফজলে করিমকে আখাউড়া থানায় হস্তান্তর করে বিজিবি। সেখান থেকে তাকে পাঠানো হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে। সবশেষ ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টার যোগে তাকে সেখান থেকে চট্টগ্রামে আনা হয়।

হত্যা, অপহরণ, মুক্তিপণ আদায়, হত্যাচেষ্টা, অস্ত্র দিয়ে ফাঁসানো, অস্ত্রের মুখে জমি লিখিয়ে নেওয়া, ভাংচুর, দখল, রাউজানের গহিরার বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় মামলাসহ বিভিন্ন অভিযোগ এখন পর্যন্ত ফজলে করিমের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় দশটি মামলা হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×