এস আলমের বাসার সামনে ব্যাংক কর্মকর্তাদের অবস্থান


December 2024/S Alam.webp

বিনিয়োগের বকেয়া টাকা আদায়ে এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তারা।

Your Image

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম সিটির সুগন্ধা আবাসিক এলাকার এক নম্বর সড়কের এস আল হাউসে সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন ব্যাংকটির চট্টগ্রাম অঞ্চল ও নগরের ১১টি শাখার প্রায় ১০০ কর্মকর্তা। 

তারা জানান, বকেয়া বিনিয়োগ আদায়ে ব্যাংকটির প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান নিয়েছেন এখানে। এতে অংশ নেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ শাখার ব্যবস্থাপক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোস্তফাসহ বিভিন্ন শাখা অন্য কর্মকর্তারা। 

এ সময় তারা জানান, সংকটে রয়েছে ব্যাংকটি। সংকট সমাধানে আমাদের সবচেয়ে বড় গ্রাহক এস আলম গ্রুপ এবং এই গ্রাহকসংশ্লিষ্ট যে বিনিয়োগগুলো আছে, তা আদায়ের জন্য প্রধান কার্যালয়ের নির্দেশে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। 

গ্রাহকরা যখন জানতে পেরেছেন, তাদের টাকাগুলো সুরক্ষিত নয়। তখন তারা একসঙ্গে এসে ডিপোজিট উঠিয়ে নেওয়ার জন্য চাইছেন। কিন্তু, একসঙ্গে এত টাকা কোন ব্যাংকের পক্ষে ফেরত দেওয়া সম্ভব নয়।

বাংলাদেশে ব্যাংক একটি উদ্যোগ নেওয়ার ফলে কিছু টাকা ফেরত দিতে পারছে। তবে, বড় অঙ্কের খেলাপিগুলো আদায়ে এই কর্মসূচি একটি একটি বার্তা দিচ্ছে বলেও জানান কর্মকর্তারা। 

ব্যাংকের হিসেবে, দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের বিনিয়োগ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে এস আলমসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিনিয়োগ ৪৫ হাজার কোটি টাকা। শুধু চট্টগ্রাম অঞ্চলেই বিনিয়োগ করা হয় ৩৫ হাজার কোটি টাকা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×