চসিকের তিন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
- চট্টগ্রাম প্রতিনিধি
- প্রকাশঃ ০৫:৪০ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) তিনটি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) চসিকের মেয়র শাহাদাত হোসেন এসব ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রকল্পগুলো হল দুই কোটি ৭৮ লাখ ১৬ হাজার ৮৭৭ টাকা ব্যয়ে ২৬ নম্বর ওয়ার্ডস্থ মহেশখালের সৌন্দর্যবর্ধন প্রকল্প, তিন কোটি দুই লাখ ৫৬ হাজার ৮৫৭ টাকা ব্যয়ে নয় নম্বর ওয়ার্ডস্থ ফিরোজশাহ মাঠের উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্প এবং দুই কোটি ৭৪ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা ব্যয়ে ১১ নং ওয়ার্ডস্থ বহুরূপী মাঠের উন্নয়ণ ও সৌন্দর্যবর্ধন প্রকল্প।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোহাম্মদ আবুল কাশেম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান, মাহমুদ শাফকাত আমিন, সহকারী প্রকৌশলী সজীব রেজা হক, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. শরফুল ইসলাম মাহি, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী।