আন্দোলনের ৫ মাস পর যাত্রী ছাড়াই ভারতে গেল মিতালি এক্সপ্রেস


News Defalt/thumbnail_1000080582_20241211_180349350.jpg

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর থেকেই ঢাকায় আটকে ছিল ভারত-বাংলাদেশের মধ্যে ‘মিতালি এক্সপ্রেস’ ট্রেনটি। অবশেষে আন্দোলনের পাঁচ মাস পর ঢাকা থেকে ভারতে ফিরে গেল মিতালি এক্সপ্রেস ট্রেনটি।

Your Image

দুই দেশের মধ্যে আবার কবে এই ট্রেন সেবা চালু হবে তা নিশ্চিত হওয়া যায়নি। এটি আন্তঃদেশীয় এক্সপ্রেস, যা পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের নিয়ে ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকা ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করতো।

পশ্চিম অঞ্চল রেলওয়ে সূত্রে জানা যায়, বরাবরের মতো ট্রেনটি ভারতের হলদিবাড়ী বর্ডার দিয়ে নীলফামারীর চিলাহাটি হয়ে ঢাকায় প্রবেশ করে। গত ১৭ জুলাই ভারতের নিউ জলপাইগুঁড়ি থেকে ঢাকায় রওনা দিয়েছিল। এর পর থেকে ফিরে যেতে পারেনি ট্রেনটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে নীলফামারীর চিলাহাটি দিয়ে ভারতের হলদিবাড়ী প্রবেশ করে ট্রেনটি।

সূত্র আরও জানায়, ২০২২ সালের ১ জুন উদ্বোধনের পর নিউ জলপাইগুঁড়ি থেকে সপ্তাহে রবি ও বুধবার ভারতীয় সময় বেলা পৌনে ১২টায় ঢাকার উদ্দেশে রওনা দিয়ে রাত ১০টায় পৌঁছে ট্রেনটি।

এদিকে, ঢাকা থেকে সোমবার ও বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে ছেড়ে নিউ জলপাইগুঁড়ি স্টেশনে পৌঁছায় সকাল ৭টায়। সকালে বাংলাদেশের চিলাহাটি ও ভারতের হলদিবাড়ী সীমান্ত দিয়ে মিতালি এক্সপ্রেস ভারতে প্রবেশ করে বাংলাদেশ রেলওয়ের ইঞ্জিনে। আবার ভারতে মিতালির বগিগুলো হলদিবাড়ী স্টেশনে পৌঁছে দিয়ে ইঞ্জিনটি চিলাহাটিতে ফিরে আসে।

চিলাহাটি স্টেশনের স্টেশনমাস্টার হায়দার আলী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কারণে মিতালি এক্সপ্রেস ঢাকায় আটকে ছিল। আজ সকালে খালি বগিগুলো বাংলাদেশ রেলওয়ে হলদিবাড়ী পর্যন্ত পৌঁছে দেয়। এসময় ৪টি এসি বার্থ, ৪টি এসি চেয়ারকার ও ব্রেক ভ্যানসহ দুটি পাওয়ার কার ভারতকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাদের ৬ জন স্টাফ এসেছিলেন। আমরা তাদেরকে গাড়ি বুঝিয়ে দিয়ে চলে এসেছি।

উল্লেখ্য, ১৯৬৫ সালের পর ২০২২ সালের ১ জুন হলদিবাড়ী-চিলাহাটি রুটে ভারত-বাংলাদেশের মধ্যে মিতালি এক্সপ্রেসের যাত্রা শুরু হয়েছিল। ৫৭ বছর পর ফের চালু হওয়া মিতালি এক্সপ্রেসটি সাময়িকভাবে বন্ধ হলো। ১৯৬৫ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত এটি বাংলাদেশ-ভারত সীমান্তের একটি বিলুপ্ত রেলওয়ের ট্রানজিট পয়েন্ট ছিল।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×