মোহাম্মদপুরে গাঁজাসহ চার মাদককারবারি গ্রেপ্তার
- নিজস্ব প্রতিবেদক
- প্রকাশঃ ১০:০০ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ডিএমপির ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ওয়ারী বিভাগ।
গ্রেপ্তার চারজন হলেন মো. সোহেল মিয়া (২০), মো. জীবন হোসেন (২১), মো. মুন্না হোসেন (২১) ও ওয়াসিম (৪২)।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিবি ওয়ারী বিভাগ সূত্রের বরাত দিয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ ডিসেম্বর) মোহাম্মদপুরের গজনবী রোডের কলেজ গেট এলাকায় অভিযান চালিয়ে সোহেল, জীবন, মুন্না ও ওয়াসিম নামে চারজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার অনুমানিক মূল্য তিন লাখ ৬০ হাজার টাকা। এ ঘটনায় গ্রেপ্তার চারজন ও পলাতক একজনসহ মোট পাঁচজনের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা কুমিল্লা জেলার পলাতক এক ব্যক্তির কাছ থেকে জব্দ করা গাঁজা সংগ্রহ করে বিক্রির জন্য গজনবী রোডের কলেজ গেট এলাকায় অবস্থান করছিল। তারা কুমিল্লা এলাকা থেকে অবৈধ গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকেন। আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার পলাতক অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।