অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী রিমান্ডে


December 2024/Naraiyan Land.jpg

খুলনায় অপহরণ ও ধর্ষণে সহযোগিতা মামলায় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

Your Image

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) খুলনার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১’-এর বিচারক রাকিবুল ইসলাম তার রিমান্ড মঞ্জুর করেন।

বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে নারায়ণ চন্দ্র চন্দকে কড়া নিরাপত্তা প্রহরায় কারাগার থেকে আদালতে নেয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানালে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকাল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত। রিমান্ড মঞ্জুরের পর তাকে ফের কড়া নিরাপত্তা প্রহরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।

আইনজীবীরা জানান, বিয়ে করার কথা বলে ডুমুরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ দীর্ঘ দিন ধরে কলেজ পড়ুয়া এক তরুণীকে ধর্ষণ করেন। গত ২৭ জানুয়ারি রাতে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ জানুয়ারি বিকাল পাঁচটায় হাসপাতাল চত্বর থেকে সবার সামনে তাকে অপহরণ করে নিয়ে যায় এজাজের সহযোগীরা।

রাজনৈতিক পট পরিবর্তনের পর এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ভুক্তভোগী কলেজ ছাত্রী বাদী হয়ে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। গত ৬ অক্টোবর ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় নারায়ণ চন্দ্রকে আটক করেছিল বিজিবি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×