হত্যা মামলায় ২ আ. লীগ নেতা গ্রেফতার


News Defalt/Screenshot_2024-12-13_202916_20241213_202948678.webp

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৯ জন নিহতের ঘটনায় করা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Your Image

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

গ্রেফতার আসামিরা হলেন - আজমিরীগঞ্জ উপজেলার বিরাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আওয়াল ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়।

এর আগে বুধবার (১১ ডিসেম্বর) তাদের গ্রেফতার করে আজমিরীগঞ্জ থানার পুলিশ।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ জন শহীদ হন। ওই ঘটনায় করা মামলার আসামি গ্রেফতার দুই আওয়ামী লীগ নেতা।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×