চট্টলবীর মহিউদ্দিন চৌধুরীর মৃত্যু বাষিকী রোববার, পরিবারের দোয়া কামনা


December 2024/Mohiuddin Chowdhury.jpg
এবিএম মহিউদ্দিন চৌধুরী

চট্টলবাসীর হৃদয়ভারাক্রান্ত রোববার (১৫ ডিসেম্বর)। ২০১৭ সালের এই দিনে চট্টগ্রামের বীর সংগ্রামী জনতা হারিয়েছিল তাদের অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একনিষ্ঠ অনুসারী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) তিন বারের নির্বাচিত সফল মেয়র, নিপীড়িত জনগণের অধিকার-আন্দোলনের অগ্রদূত, মরহুম চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী।

Your Image

সারা জীবন নিপীড়িত জনগণের পাশে ছিলেন তিনি। প্রবল সাহসিকতায় তিনি সাধারণের অধিকার আদায়ের সংগ্রামে নিজেকে সমর্পন করেছিলেন, স্বাধীনতাবিরোধী শক্তির বিরুদ্ধে দেশের মর্যাদা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় লড়াই করেছিলেন। মহিউদ্দিন চৌধুরী নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন, জনগণের সেবা করাই সর্বোত্তম সাফল্য।

শনিবার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পাঠানো মহিউদ্দিন চৌধুরীর পরিবার বলছে, ‘আজ তার পরিবার ও তার জনহিতকর প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে। এই দুঃসহ ও নিদারুণ পরিস্থিতির কারণে তার পরিবার অনুপস্থিত থাকায় অধিকার বঞ্চিত মানুষের মাঝে কোন ধরনের সহযোগিতা পৌঁছে দিতে না পারছে না। তবে, আমরা বিশ্বাস করি, তার আদর্শের অনুসারীরা দেশের বিভিন্ন প্রান্তে তাকে স্মরণ করছেন।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘দলমত, ধর্ম-বর্ণ, শ্রেনী নির্বিশেষে, দেশের ও চট্টগ্রামের সকলের প্রতি মরহুম মহিউদ্দিন চৌধুরীর পরিবারের পক্ষ থেকে তার জন্য দোয়া ও প্রার্থনার বিশেষ অনুরোধ করছি। দেশের এই ক্রান্তিলগ্নে, বাংলাদেশের মানুষের শান্তি ও মুক্তির জন্য আপনারা দোয়া ও প্রার্থনা করুন।’

‘আমরা আশাবাদী, নির্যাতিত বাংলার জনগণ ফের একজন মহিউদ্দিন চৌধুরীকে খুঁজে পাবে। আসুন, আমরা সকলে মিলে মহিউদ্দিন চৌধুরীর আত্মার শান্তির জন্য দোয়া করি। আসুন, আমরা তার আদর্শকে জীবিত রাখার শপথ নিই।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×