সিদ্ধিরগঞ্জে শামীম ওসমান-জিএম কাদেরসহ ১৪৫ জনের বিরুদ্ধে মামলা


December 2024/Shamim Kader.jpg
শামীম ওসমান ও জিএম কাদের

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সাংসদ শামীম ওসমান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মো. মজিবুল হক চুন্নসহ ১৪৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ উপজেলায় ছাত্র-জনতার আন্দোলনে আরিফ মিয়া নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় এই মামলা হয়। মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অজ্ঞাত আরও ৪০০-৫০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

Your Image

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম। 

তিনি বলেন, ‘আদালতের নির্দেশে এ মামলাটি রুজু করা হয়েছে। এর আগে ভুক্তভোগী আরিফ মিয়া নারায়ণগঞ্জ আদালতে মামলার জন্য আবেদন করলে শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে আদালতের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি রুজু করা হয়।’

মামলায় অন্য আসামিদের মধ্যে রয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া (৭০), আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম (৬৫), সাবেক ভাইস চেয়ারম্যান ফাতেমা মনি (৫০) ও জামান মিয়াসহ (৪৮) বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গেল ১৯ জুলাই দুপুর আড়াইটার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বাদীসহ ছাত্র-জনতা একত্রিত হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার সময়ে ১-১০ নম্বর আসামির নির্দেশে এবং ১১-২০ নম্বর আসামির উসকানিতে ওই মামলার সব আসামি অংশ নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিতভাবে গুলিবর্ষণ করা শুরু করে। তখন আসামিরা ভুক্তভোগী আরিফ মিয়াকে লক্ষ্য করে গুলি চালালে তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরবর্তী ঘটনাস্থলের লোকজন তাকে তাৎক্ষণিকভাবে ইসলামিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। 

আরিফ মিয়া চিকিৎসা শেষে সিদ্ধিরগঞ্জ থানায় এসে মামলা দায়ের করেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×