বৌভাত অনুষ্ঠানে নিমন্ত্রণের চেয়ে বেশি লোক আসায় সংঘর্ষ, আহত ১২
- সিরাজগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৯:৫৮ পিএম, ১৪ ডিসেম্বর ২০২৪
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বৌভাত অনুষ্ঠানে নিমন্ত্রণের চেয়ে বেশি লোক আসায় বরপক্ষ ও কনেপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ১২ জন। আজ শনিবার উল্লাপাড়া উপজেলার নাগরৌহা গ্রামের নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ছেলের মা ফিরোজা খাতুনকে (৪০) সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর গুরুতর আহত শহিদুল ইসলাম (৪০), ইমরান হোসেন (১৮) ও সবুজ হোসেনকে (৩০) উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছেলে পক্ষের নিমন্ত্রণের তুলনায় কনেপক্ষ থেকে দ্বিগুণ লোক যাওয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানান কনের মামা মানিক উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার নাগরৌহা গ্রামের নুরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদের সঙ্গে পাশের মাগুড়াডাঙ্গা গ্রামের নিদান প্রামানিকের মেয়ে আখি খাতুনের বিয়ে হয়। আজ শনিবার নুরুল ইসলামের বাড়িতে তার ছেলের বৌভাত অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে নুরুল ইসলাম কনেপক্ষের ২৫ থেকে ৩০ জনকে দাওয়াত করে। কিন্তু বিকেল সাড়ে ৪টায় কনেপক্ষে থেকে ৭০ জন নারী-পুরুষ বৌভাত অনুষ্ঠানে আসে। দ্বিগুণ সংখ্যক লোক আসার প্রেক্ষিতে ছেলে পক্ষ ক্ষুব্ধ হয়ে কনেপক্ষের লোকজনকে গালিগালাজ করে। প্রথমে উভয়পক্ষের কথা কাটাকাটি হয়। পরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১২ জন আহত হয়।
কনের মামা মানিক উদ্দিন অভিযোগ করেন, তার পক্ষ থেকে কয়েকজন লোক বেশি আসায় নুরুল ইসলামের লোকজন তাদের ওপর আক্রমণ করে এবং ব্যাপক মারধর করে।
তবে নুরুল ইসলাম কনেপক্ষের লোকজনের ওপর প্রথমে তার পক্ষ থেকে আক্রমণের কথা অস্বীকার করেন। বরং কনেপক্ষই তার লোকজনের ওপর হামলা করে বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে তিনি পুলিশ বাহিনী নিয়ে দ্রুত নাগরৌহা গ্রামে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রকৃত ঘটনা জানার জন্য এই মুহূর্তে উভয়পক্ষকে নিয়ে ছেলের বাড়িতে আলোচনায় বসেছেন তিনি। উভয়পক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আহতদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে।