পুলিশ তদন্তে আসায় বাদীকে গলা কেটে হত্যাচেষ্টা প্রতিপক্ষের


News Defalt/1734235597.hannan.jpg

জমি জমার বিরোধ চলছিল দীর্ঘদিন ধরে। এ ঘটনার জেরে ৯ নভেম্বর পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করেন হান্নান নামে এক ভুক্তভোগী।

Your Image

ডায়েরির ভিত্তিতে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ। তদন্ত শেষে পুলিশ ফিরে যাওয়ার পর হান্নানের ওপর হামলা করে প্রতিপক্ষরা। এ সময় হান্নানকে গলা কেটে হত্যার চেষ্টা করে তারা।  

বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) ইমরান।

শনিবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কাকচিড়া ইউনিয়নের জালিয়াঘাটা ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী হান্নান একই এলাকার মৃত রুস্তম আলীর ছেলে।  

অভিযুক্তরা হলো একই এলাকার দেলোয়ার হাওলাদার, ইউনুস মুন্সী, আসাদুল, শহিদুলসহ বেশ কয়েকজন।

ভুক্তভোগী আব্দুল হান্নান বলেন, আমি আমার বাড়িতে যেতে সরকারি খালের ওপর সাঁকো দিয়ে চলাচল করি। এ পথে আমাকে চলাচল করতে বাধা দেন ইউনুস মুন্সী ও ফোরকান মুন্সী। বিভিন্ন সময়ে তারা সাঁকো ভেঙে নিয়ে যেতেন এবং হুমকি ধামকি দিতেন। এ বিষয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ দিয়েও তারা স্থানীয় প্রভাবশালী হওয়ায় কোনো সমাধান পাইনি। পরে গত ৯ নভেম্বর পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি করি। এর আগেও আমি ১ জুলাই পাথরঘাটা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের বরাবর দরখাস্ত দিয়েছিলাম।

হান্নান আরও বলেন, থানায় সাধারণ ডায়েরির পর শনিবার দুপুরে পাথরঘাটা থানা থেকে পুলিশ এসে তদন্ত করে ঘটনার সত্যতা পায়। এরপর পুলিশ ফিরে গেলেই আমার ওপর দেলোয়ার হাওলাদার, ইউনুস মুন্সী, আসাদুল, শহিদুলসহ বেশ কয়েকজন হামলা করে। তখন আমাকে ওরা গলা কেটে হত্যা করতে চায়। এসময় জসিম, লিটনসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন জানান, সন্ধ্যা ৬টার দিকে রক্তাক্ত অবস্থায় আব্দুল হান্নান নামে এক ব্যক্তি হাসপাতালে আসেন। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু জানান, হান্নানের সঙ্গে ইউনুস মুন্সীদের দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে হান্নান অনেক চেষ্টা করেও সমাধান পায়নি।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, আব্দুল হান্নানের বাড়িতে যাওয়ার সাঁকো ভেঙে ফেলা ও তাকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরির ঘটনার তদন্তে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেছে। পরে ওই এলাকা থেকে আমি আসার পর আব্দুল হান্নানকে মারধরসহ জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে আলাদাভাবে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।  

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×