সোনারগাঁয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে মিলল নারীর মরদেহ
- নারায়ণগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ১২:২১ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারীর (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃতের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) আল ইসলাম জানান, কে বা কারা কেন ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান জানা যায়নি। মৃত্যুর পর ওই নারীকে ছাড়া অন্য কাউকে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের জানানোর পর আমরা মরদেহটি উদ্ধার করে নিয়ে এসেছি। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। আমরা নাম পরিচয় জানার চেষ্টা করছি।