বিজয় দিবসে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এপিক হেলথ কেয়ারের


December 2024/Epic.jpg

বিজয় দিবস বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটি বিশেষভাবে স্মরণ করতে এপিক হেলথ কেয়ারের উদ্যোগে কর্মকর্তা-কর্মচারীদের শিশুদের জন্য সৃজনশীল কার্যক্রমের অংশ হিসেবে ‘তোমার চোখে বিজয়’ শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা ২০২৪ সোমবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। 

Your Image

অনুষ্ঠানে দুই ক্যাটাগরিতে শিশুরা তাদের বিজয়কে কল্পনার রঙ্গে ফুটিয়ে তোলার চেষ্টা করে।

অনুষ্ঠানে প্রধান অতিথী মানব সম্পদ বিভাগের ডিরেক্টর তহমিনা মরিয়ম বলেন, ’আমাদের পরিবারের শিশুদের জন্য ভিন্নধর্মী আয়োজন করতে পেরে আনন্দিত। বিজয় দিবসের চেতনা হল আত্মসম্মান ও ঐক্য। আশা করি, আমরা এভাবেই এগিয়ে যাব।’

সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডাইরেক্টর টিএম হান্নান বলেন, ‘প্রতিযোগিতার লক্ষ্য হল শিশুদের মধ্যে সৃজনশীলতা ও জাতীয়তাবোধ তুলে ধরা। আশা করি, আমরা সক্ষম হয়েছি।’

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব শিশুদের দেয়া হয় বিশেষ পুরস্কার।

অনুষ্ঠানে সব শাখার উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×