বিজয় দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত দশ


December 2024/BNP Cla.jpg

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলায় বিজয় দিবসে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত দশজন আহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।

Your Image

স্থানীয় ও দলীয় একাধিক সূত্র জানায়, দীর্ঘ দিন ধরে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ মো. রেজাউল করিম ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। বিশৃঙ্খলা এড়াতে সোনারগাঁ উপজেলা প্রশাসন বিজয় দিবসে উপজেলা পরিষদ চত্বরে শ্রদ্ধা নিবেদনের জন্য দুই গ্রুপকে আলাদা সময় নির্ধারণ করে দেয়। তবে, তারা একই সময় শ্রদ্ধা জানাতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন।

আহতরা হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির নেতা মামুন, আব্দুল আলী, সোলায়মান, কবির হোসেন, মাসুদ মিয়া। তাৎক্ষণিক বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

এ নিয়ে জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের মুঠোফোনে একাধিক বার কল দিলেও তিনি রিসিভ করেনি।

এ ব্যাপারে মো. রেজাউল করিম জানান, আমরা শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা নিবেদন করছিলাম। তখন মান্নানের লোকজন আমার লোকজনের ওপর হামলা চালিয়েছে।

এ নিয়ৈ সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, ‘বিএনপির দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইটের আঘাতে কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দিতে আসেনি।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, উপজেলা পরিষদের চত্বরে কোন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেনি। যে ঘটনা ঘটেছে, তা বিচ্ছিন্ন। এ ব্যাপারে কোন পক্ষই অভিযোগ দেননি।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×