ভালুকায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত
- প্রকাশঃ ০৫:২৪ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রশাসন, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীনূর খান।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ভালুকা সরকারি কলেজ মাঠে বিভিন্ন সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন। এর আগে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির দিয়ে বিজয় দিবসের দিনটি শুরু হয়। এরপরে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড বিজয় র্যালী নিয়ে প্রথমে দলীয় কার্যালয়ে আসেন পরে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলমের নেতৃত্বে বিশাল এক বিজয় র্যালি দলীয় কার্যালয় থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন দিক পদক্ষিন শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব মোর্শেদ আলম, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হামিদ ক্বারী, যুগ্ম আহবায়ক রুহুল আমিন, সারুয়ার জাহান এমরান প্রমূখ।
এ ছাড়াও নিজস্ব নেতাকর্মীদের নিয়ে আলাদা আলাদা করে বিজয় র্যালি করেন, পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা যুবদলের সভাপতি তারেক উল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহ মোঃ সুজন, পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুল মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদ উল্লাহ চৌধুরী ধ্রুব, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া। উপজেলা ছাত্রদলের যুগ্নআহবায়ক মোঃ শরিফ হাসান, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব প্রমুখ।