আওয়ামী লীগ মনে করে জাতীয় নাগরিক কমিটির সভায় হামলা!


December 2024/Jatiya Nago.jpg

বরিশাল মহানগর জাতীয় নাগরিক কমিটির বিজয় দিবসের অনুষ্ঠানে কৃষকদলের হামলার ঘটনা ঘটেছে। 

Your Image

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল দশটার দিকে সোহেল চত্বরস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিজয় দিবস উপলক্ষে সভা ও দোয়া অনুষ্ঠান চলাকালীন আওয়ামী লীগ মনে করে কৃষকদলের নেতাকর্মীরা এই হামলায় ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক কমিটির সদস্যরা।

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা মিতু জানান, তারা বিজয় দিবসের শান্তিপূর্ণ কর্মসূচি করছিলেন। এ সময় কৃষকদলের নেতাকর্মীরা এসে তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মধ্যে একজন যুবদলের আখতারুজ্জামান শাওনকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি তার। এ সময় ব্যানার ছিঁড়ে ফেলে চেয়ার ভাঙচুর করে তারা। 

তার দাবি, সভা করার অনুমতি পত্র দেখালেও তারা থামেনি। হামলার ঘটনায় আহত চারজন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। 

আহতরা হলেন নবগ্রাম রোডের রুমানা বেগম, হাঞ্জালা মৃধা, নবগ্রাম রোডের মেহেদী হাসান, সদর রোডের ডাক্তার মাহমুদা মিতু। 

এ ঘটনায় বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে নাগরিক কমিটি। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লিখিত পেলে তারা ব্যাপারটি খতিয়ে দেখে আইনানুগ পদক্ষেপ নেবেন। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×