জনক্ষোভে পালালেন ইউএনও
- ঝিনাইদহ প্রতিনিধি
- প্রকাশঃ ০৭:০৯ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৪
বিজয় দিবসে জনক্ষোভের শিকার হয়ে পালিয়ে গেছেন ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উছেন মে। তিনি শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ না করেই গাড়িতে করে পালিয়ে যান।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিজয় দিবসে সোমবার সকাল সাড়ে ছয়টায় তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। সেখানেও উপস্থিত ছিলেন না ইউএনও। পরে সকাল আটটায় শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের কথা থাকলেও তিনি আসেন নয়টায়। এ ছাড়াও, শহীদ বেদী চত্বর ছিল অপরিষ্কার অপরিচ্ছন্ন।
এসব কারণে সকালে পুষ্পমাল্য অর্পণ করতে আসা লোকজনের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। ইউএনও উছেন মে গাড়িযোগে সকাল নয়টায় পুষ্পমাল্য অর্পণ করতে আসলে অপেক্ষামাণ লোকজন তার গাড়ি ঘেরাও করে তাকে ধাওয়া দেয়। একপর্যায়ে পুষ্পমাল্য অর্পণ না করেই তিনি পালিয়ে যান। তার বিরুদ্ধে অব্যবস্থাপনা ও অবহেলার অভিযোগ আনেন স্থানীয়রা।
পরে বিক্ষুব্ধরা চলে গেলে শেষে সকাল দশটার দিকে কঠোর নিরাপত্তা বেষ্টনী নিয়ে উছেন মে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
এ নিয়ে ক্যামেরার সামনে কোন কথা বলতে রাজি হননি উচেন।