চট্টগ্রামের ১২টি রোটারি ক্লাবের প্রেসিডেন্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ


December 2024/Rottery.jpg

চট্টগ্রামে ১২টি রোটারি ক্লাবের প্রেসিডেন্টের উদ্যোগে সিটির বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। 

Your Image

রোববার (১৫ ডিসেম্বর) মধ্য রাতে গোল পাহাড় মোড় থেকে শুরু হয় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম।

ক্লাবের প্রেসিডেন্টরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মোড়, চকবাজার, মিসকিন শাহ মাজার, জামাল খান,  চেরাগির মোড়, কাজের দেউড়ী ওয়াসা, জিইসি, দুই নম্বর গেইট এলাকায় ভাসমান লোকদের কাছে কম্বল তুলে দেন।

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট, চিটাগাং এলায়েন্স, চিটাগাং পার্ল, চিটাগাং ইম্পেরিয়াল, চিটাগাং আন্দরকিল্লা, চিটাগাং নর্থ, চিটাগাং পিস, চিটাগাং সুপ্রিম, চিটাগাং বেঙ্গল সিটি, চিটাগাং সাউথ, চট্টগ্রাম হারবার, চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্টদের যৌথ উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ নিয়ে রোটারি ক্লাব অফ চিটাগাং এরিস্টেক্রেটের প্রেসিডেন্ট এসএম মুহিবুর রহমান বলেন, ‘রোটারি ক্লাবগুলো তাদের নিজ নিজ অবস্থান থেকে বিভিন্ন সেবামূলক কর্মসূচি বাস্তবায়ন করে। শীতার্ত মানুষের কল্যাণে এবার আমরা ১২টি ক্লাবের প্রেসিডেন্ট যৌথভাবে শীতবস্ত্র কর্মসূচী বাস্তবায়ন করছি। এর ফলে, দরিদ্র মানুষ উপকৃত হবে।’

‘রোটারি ক্লাবের এসব মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব চট্টগ্রাম এরিস্টোক্রেটের চার্টার প্রেসিডেন্ট মোস্তফা আশরাফুল ইসলাম আলভী,  ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট সাদমান সাইকা সেফা, সেক্রেটারি একেএম শহিদুল্লাহ চৌধুরী, চিটাগং আন্দরকিল্লার প্রেসিডেন্ট মো. ইকবাল, চিটাগাং এলায়েন্সের প্রেসিডেন্ট শহিদুল ইসলাম মামুন, চিটাগাং পিসের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম মিয়া, চিটাগাং পার্লের প্রেসিডেন্ট সুমন বড়ুয়া, চিটাগাং ইম্পেরিয়ালের চার্টার প্রেসিডেন্ট নজরুল ইসলাম নান্টু, ক্লাবের সেক্রেটারি উজ্জ্বল কান্তি বড়ুয়া, পিপি আব্দুল হাকিম, চট্টগ্রাম স্মাইলের প্রেসিডেন্ট শাহাদাৎ হোসেন চৌধুরী।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×