সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র দখল-পাল্টা দখল নিয়ে সংঘর্ষ


December 2024/Public Heal shabar.webp

ঢাকা জেলার সাভার উপজেলায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল দখল-পাল্টা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল দশটার দিকে একটি পক্ষ গণস্বাস্থ্য কেন্দ্রের দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে হাসপাতালের কর্মী, চিকিৎসক ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Your Image

প্রাপ্ত তথ্যমতে, সাবেক ট্রাস্টি নাজিম উদ্দিন ও তার সঙ্গীরা মঙ্গলবার সকালে গণস্বাস্থ্য নগর হাসপাতাল দখল করতে আসে। এ সময় কর্তব্যরত কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। পরে কর্মীরা সংঘবদ্ধ হলে মুখোমুখি অবস্থার তৈরি হয়।

কর্তব্যরত কর্মীরা সংবাদ মাধ্যমকে বলেন, ‘তারা হঠাৎ এসে আমাদের ওপর আক্রমণ চালায়। আমরা বাঁধা দিতে গেলে শারীরিকভাবে হেনস্তা করা হয়। আমাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়। এ ধরনের ঘটনার কারণে আমাদের রোগী ও চিকিৎসকরা ভীতসন্ত্রস্ত। আমরা চাই, দ্রুত পরিস্থিতির সমাধান হোক।’

এ দিকে, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কয়েকজনকে আটক করা হয়। এ সময় ট্রাস্টি নাজিম উদ্দিন ও তার সহযোগীরা পালিয়ে যান।

পুলিশ জানায়, ঘটনাস্থলে এসে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডাক্তার মোহাম্মদ সোহেল রানা জানান, বর্তমানে গণস্বাস্থ্য কেন্দ্রে পুলিশের পাহারায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হওয়ায় রোগীরা চরম দুর্ভোগে পড়েছেন।

এ দিকে, এ ঘটনায় পাল্টাপাল্টি মানববন্ধন কর্মসূচিও পালিত হয়েছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×