বিজয় দিবস উপলক্ষে আদর্শ ডিগ্রি কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- মুন্সিগঞ্জ প্রতিনিধি
- প্রকাশঃ ০৮:১৮ পিএম, ১৭ ডিসেম্বর ২০২৪
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সূর্য সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে আদর্শ ডিগ্রি কলেজ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খাহ্রা-চুড়াইন আদর্শ ডিগ্রি কলেজে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ছাত্রীদের জন্য ব্যাটমিন্টন ও ছাত্রদের জন্য ভলিবল প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করেন কলেজের গভর্নিং বডির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও দাতা সদস্য গাজী শফিউদ্দিন আহম্মেদ।
এর আগে কলেজের অধ্যক্ষ মো. আজিজুল ইসলাম সদস্যদের সাথে শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন।