বিএনপি নেতার নাম নিতে বিলম্ব করায় সরকারি কর্মকর্তা লাঞ্ছিত


News Defalt/IMG-20241218-WA0000.jpg

ভোলার লালমোহনে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনাকালে বিএনপি নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের নাম নিতে বিলম্ব করায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ভোলার লালমোহন উপজেলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

জানা যায়, মহান বিজয় দিবসের সকালে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠান শুরু করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন। সঞ্চালনাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদের নাম বলতে বিলম্ব হয়। এতে ওই কর্মকর্তার ওপর ক্ষিপ্ত হন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত। এ সুযোগে ওই কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বাবুল পঞ্চায়েতের ক্যামেরাম্যান যুবদল নেতা মেহেদী হাসানসহ আরও কয়েকজন।

এ বিষয়ে জানতে চাইলে লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত বলেন, ১৬ ডিসেম্বর ছিল বিজয় দিবস। এটা ছিল সরকারী প্রোগ্রাম। কাজেই নেতার নাম নেওয়া নিয়ে কোন ঝামেলা হয়নি।

হেনস্তার শিকার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন বলেন, যা হয়েছে তা তো শুনেছেন। আমি এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ বলেন, বিজয় অনুষ্ঠান শুরুর প্রাক্কালে কয়েকজন দাবি করেছেন যে, তাদের নেতার নাম যথাযথভাবে উচ্চারণ করা হয়নি বা বলা হয়নি। এটুকুই এর বেশি কিছু না।

উল্লেখ্য, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েতের বিরুদ্ধে ৫ আগস্টের পর থেকে এলাকায় চাঁদাবাজি ও চরদখলসহ এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করার অভিযোগ রয়েছে। যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি জানান, পটুয়াখালীসহ অন্যান্য জেলার সাথে মাঝেমধ্যে চরের বিষয় নিয়ে বৈঠক হয়।

Your Image ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×