সাদপন্থিদের দুঃখপ্রকাশ, ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার ঘোষণা


December 2024/Sad.webp

গাজীপুর জেলার টঙ্গিতে তাবলীগের ইজতেমা ময়দানে মারামারি ও নিহত-আহতের ঘটনায় সাদপন্থিরা দুঃখপ্রকাশ করেছেন। তারা সরকারের নির্দেশ মেনে ইজতেমা ময়দান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে মাওলানা সাদপন্থী নেতা রেজা আরিফ সাংবাদিকদের এ কথা জানান।

রেজা আরিফ বলেন, ‘গতকাল রাতে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে দুঃখ প্রকাশ করছি আমরা। কারা এজন্য দায়ী সেটা নিয়ে এখন আর আলোচনা করব না । ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না এমনটা নিশ্চয়তা দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্র উপদেষ্টা দুই গ্রুপকে মাঠ ছেড়ে দেয়ার নির্দেশনা দিয়েছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী টঙ্গী ইজতেমা মাঠ ছেড়ে দিব আমরা। জুবায়ের গ্রুপ যেন মাঠ ছেড়ে দেন, সেই অনুরোধ করছি আমরা।’

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রেজা আরিফ বলেন, ‘যে ঘটনা ঘটেছে, অবশ্যই আমরা মুসলমান হিসেবে এবং দেশের নাগরিক হিসেবে দুঃখ প্রকাশ করছি। যা হয়েছে, অনুচিত হয়েছে। মুসলমান মুসলমানের মারামারি এটা একেবারে ঠিক হয়নি।’

ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হতাহতের পর মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে বুধবার বেলা ১১টায় বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। সাদপন্থীদের সঙ্গে বৈঠকের পর যোবায়েরপন্থীদের সঙ্গে বৈঠক করছেন তারা।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন উপস্থিত রয়েছেন।

এর আগে ইজতেমা মাঠের দখলকে কেন্দ্র করে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে যোবায়েরপন্থি ও সাদপন্থিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

তবে গতকাল মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে কতজন মারা গেছেন, তা নিয়ে কিছু বলেননি রেজা আরিফ।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×