ময়লা ব্যবসায়ের বিরোধে খুন বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয়া যুবক


December 2024/Jashim.jpg
জসিম উদ্দিন

চট্টগ্রাম সিটিতে ময়লা ব্যবসায় নিয়ে বিরোধের জেরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়ভাবে অংশ নেওয়া জসিম উদ্দিন নামে যুবককে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। 

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান।

জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত নয়টার জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ময়লার ডিপো টিসি কলোনি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন জসিম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে বুধবার সকালে তার মৃত্যু হয়।

কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ‘মঙ্গলবার রাতে ধারাল কোন অস্ত্র দিয়ে জসিমের গলার এক পাশে আঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। ধারাল অস্ত্রের আঘাতে শ্বাস নালি কেটে যায় জসিমের। পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’

নিহতের চাচা বশির আহমদ বলেন, ‘আমার ভাতিজা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। এ ছাড়া জসিম বিএনপির রাজনীতি করতেন। ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাসেল আহমেদ বলেন, ‘সে আন্দোলনে অংশ নিয়েছে সেটা জেনেছি। এ ঘটনায় খুনিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×