সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল


December 2024/Elias.jpg

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলায় প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে শামা ওবায়েদ সমর্থিত বিএনপির নেতাকর্মীরা। 

Your Image

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুকে নিয়ে ভিত্তিহীন সংবাদ প্রচারের প্রতিবাদে বুধবার (১৮ ডিসেম্বর) এই মিছিল করা হয়।

বুধবার বিএনপির নেতাকর্মীরা নগরকান্দা বাজার থেকে একটি ঝাড়ু মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশে বক্তব্য দেন নেতা-কর্মীরা। 

সমাবেশে শামা ওবায়েদকে নিয়ে মিথ্যা অপপ্রচারে প্রকাশ্যে ইলিয়াসকে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান বিএনপির নেতা-কর্মীরা।

সমাবেশে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুবদলের নেতা তৈয়বুর রহমান মাসুদ, হেলাল উদ্দিন হেলাল, উপজেলা যুবদলের নেতা রবিউল ইসলাম বাবু প্রমুখ। 

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×