গার্মেন্টস কারখানার রুমে ঝুলছিল নারী শ্রমিকের মৃতদেহ


December 2024/Deathbody.jpg
ছবি প্রতিকী

ঢাকার রামপুরা থানা ডিআইটি রোডের ৪৭৫/ই চারতলার মিয়া গার্মেন্টসের একটি রুম থেকে মোছা. শিউলি আক্তার (৩৫) নামে নারীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। 

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরের দিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) আহমেদুল আরেফিন ব্যাপারটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, নিহত শিউলি মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার কাঁঠালবাড়ি এলাকার মো. খিদির ব্যাপারীর মেয়ে। বর্তমানে রামপুরার বউবাজার এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতেন। শিউলির পরিবারের অভিযোগ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।

আহমেদুল আরেফিন বলেন, ‘আমরা খবর পেয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে তিনটার দিকে ৪৭৫/ই ডিআইটি রোড মালিবাগ চতুর্থ তলার মিয়া গার্মেন্টসের একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদহ ময়নাতদন্তে জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

শিউলির ভাই আব্দুর রাজ্জাক হত্যার অভিযোগ তুলে বলেন, ‘আমার বোন প্রায় ২৫ বছর ধরে পোশাক শ্রমিক হিসেবে কাজ করত। সে তুহিন নামের এক ব্যক্তির সঙ্গে মিয়া গার্মেন্টস নামের একটি গার্মেন্টস পার্টনারশিপ হিসেবে কাজ করে। আমার বোনের তার সঙ্গে টাকা পয়সা নিয়ে বহু দিন ধরেই দ্বন্দ্ব হয়ে আসছিল তুহিনের।’ 

তিনি আরও বলেন, ‘গত রাতে আমার বোনকে ওই গার্মেন্টসে ডেকে নিয়ে যায়। দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার বোনকে মারধর করে বলে আমরা জানতে পেরেছি। পরে আমার বোন মারা গেলে ওই ব্যক্তি সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।’

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×