সিমেন্টের মিক্সার মেশিনে ঢুকে দুই শ্রমিক নিহত


News Defalt/ww_20241219_012846855.jpg

কক্সবাজারের চকরিয়ায় সিমেন্টের ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিনে ঢুকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।

Your Image

বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে চকরিয়া পৌরশহরের তরছপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ঘুনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শাহজাহানের ছেলে শাহাদাত হোসেন শহীন (১৭) ও চকরিয়া পৌরসভার করাইয়াঘোনা এলাকার রুহুল কাদেরের ছেলে কামরানুল ইসলাম জিহান (১৮)।

জিহানের বড় ভাই জাহেদুল ইসলাম বলেন, ‘সিমেন্ট ব্লক তৈরির কারখানার মিক্সার মেশিন পরিষ্কার করতে গিয়ে আমার ছোট ভাই নিহত হয়েছে। মেশিন পরিষ্কার করার সময় সুইচ কীভাবে চালু হলো? এর দায় মালিক কর্তৃপক্ষ এড়াতে পারে না। আমার ভাই আহত হাওয়ার অনেকক্ষণ পরে হাসপাতালে নেওয়া হয়েছে।’

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, চকরিয়া পৌরশহরের তরছপাড়া এলাকায় সিমেন্টের ব্লক তৈরির কারখানা চালু করেন ইঞ্জিনিয়ার কফিল উদ্দিন ও মাস্টার গিয়াস উদ্দিন। বিকেল ৫টায় শহীন ও জিহানসহ আরও ৬ জন কারখানার ডিউটি শেষ করে। এরপর সন্ধ্যা সোয়া ৬টার দিকে সিমেন্টের ব্লক তৈরির মিক্সার মেশিন পরিষ্কার করতে যায়। জিহান মেশিনের ভেতর এবং শহীন ওপরে দাঁড়িয়ে কাজ করছিল।

এ সময় অসাবধানবশত বৈদ্যুতিক সুইচ চালু হলে শহীন মেশিনের ভেতর পড়ে যায়। আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×