পঞ্চগড় সীমান্ত থেকে বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ


News Defalt/banglades-vart-seemante-kanntatarer-beda-1734550507.webp

পঞ্চগড় সীমান্ত থেকে মো. ওয়াশিম (১৭) নামের এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তে ৭৪৬ নম্বর মেইন পিলার এলাকা থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে।

Your Image

 আটক কিশোর মো. ওয়াশিম অমরখানা ইউনিয়নের রেজাউল করিমের ছেলে। বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার পথে বিএসএফ সদস্যরা তাকে ধরে ফেলে। এক পর্যায়ে তাকে ভারতে নিয়ে যায়।

খবর পেয়ে নীলফামারীর ৫৬ বিজিবি ব্যাটালিয়নের টোকাপাড়া বিওপির সদস্যরা তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে।  সন্ধ্যা পর্যন্ত বিজিবির ডাকে সাড়া দেয়নি বিএসএফ।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মো. বদরুদ্দোজা গণমাধ্যমকে বলেন, সীমান্ত থেকে ওই কিশোরকে ধরে নিয়ে যাওয়ার পর তাকে ফেরত চেয়ে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। তবে বিএসএফ আইনি প্রক্রিয়া শেষে তাকে ফেরত দেবে বলে জানা গেছে। তাকে ফেরত আনতে চেষ্টা অব্যাহত আছে।

ঢাকাওয়াচ২৪ এর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন ।
ঢাকাওয়াচ২৪ডটকমে লিখতে পারেন আপনিও ফিচার, তথ্যপ্রযুক্তি, লাইফস্টাইল, ভ্রমণ ও কৃষি বিষয়ে। আপনার তোলা ছবিও পাঠাতে পারেন dhakawatch24@gmail.com ঠিকানায়।
×