ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ, যান চলাচল বন্ধ
- কুমিল্লা প্রতিনিধি
- প্রকাশঃ ০২:৫৭ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৪
গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতামার ময়দানে তাবলিগ জামাতে হামলা ও হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছে জুবায়েরপন্থিরা। এ সময় মহাসড়কের দুই পাশে প্রায় ছয় কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়।
পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা দশ মিনিট পর্যন্ত জুবায়েরপন্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। কুমিল্লার উলামা মাশায়েখ ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে তারা দাবি জানান, রাতের অন্ধকারে সাদপন্থিদের যারা নিরীহ তাবলীগের জামাতের সাথীদের ওপর হামলা চালিয়ে হত্যা করেছে, তাদেরকে দ্রুত গ্রেফতার ও ফাঁসি নিশ্চিত করতে হবে। এছাড়া, কুমিল্লা জেলার সব মসজিদ থেকে সাদপন্থিদের সব কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। যে ধারায় সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, তেমনি তাদেরকেও নিষিদ্ধ করার পদক্ষেপ নিতে হবে।
এ দিকে, খবর পেয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আরাফাতুল ইসলাম ও কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অবরুদ্ধস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বিক্ষোভকারীরা মহাসড়ক ছেড়ে দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে টঙ্গীতে বিশ্ব ইজতেমার ময়দান দখল নিয়ে সংঘর্ষে জড়ায় মাওলানা সাদ ও জুবায়েরপন্থিরা। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া, উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হন।